আসাম ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়ক সংস্কারের দাবীতে আন্দোলনে কংগ্ৰেস

9th September 2020 9:39 am অনান‍্য
আসাম ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়ক সংস্কারের দাবীতে আন্দোলনে কংগ্ৰেস


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : আসামের পাথারকা‌ন্দি ভাঙ্গা সড়ক নি‌য়ে কং‌গ্রেসের বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্টিত। পুজোর আগে মৈনা থেকে পাথারকান্দির মুণ্ডমালা পর্যন্ত অসম-ত্রিপুরার বেহাল আট নং জাতীয় সড়ক সংস্কার না হলে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দেবার জোরালো দাবি উঠল পাথারকান্দিতে। গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে পাথারকান্দি ও লোয়াইরপোয়া ব্লক কংগ্রেসের যৌথ উদ্দ্যেগে পাথারকা‌ন্দির ভাঙ্গা সড়ক মেরাম‌তে বিধায়‌কের ব‌্যর্থতা‌কে দায়ী ক‌রে এক পদযাত্রায় বি‌ক্ষোভ প্রদর্শন শে‌ষে ধর্না কার্যসূচী পালন ক‌রে বিরোধী দল কং‌গ্রেস।  দলের প্রায় পাঁচ শতাধিক কর্মী-সমর্থকদের উপস্থিতিতে দলীয় পতাকা ও বিভিন্ন দাবি সম্মিলিত প্লেকার্ড হা‌তে নি‌য়ে কং‌গ্রেস কর্মীরা কানাইবাজার থেকে বর্ণাঢ্য এক প্রতিবাদী মিছিল বের ক‌রেন।  ধর্ণা প্রদর্শন শে‌ষে অনু‌ষ্টিত হয় এক পথ সভার।উক্ত সভায় কং‌গ্রেস কর্মীরা বি‌জে‌পি সরকা‌রের নানা ব‌্যর্থতা নি‌য়ে মুখ খু‌লেন। তারা ব‌লেন এ সরকার এক‌টি লোক ঠকা‌নো সরকার। ‌বি‌জে‌পি সরকার মু‌খে মু‌খে সবকা সাথ সবকা বিকাশ স্লোগান দি‌য়ে চল‌লেও তারা কা‌জের কাজ কিছুই কর‌তে পা‌রে‌নি।ফ‌লে গোটা দে‌শের জি‌ডি‌পি আজ সংক‌টের মু‌খে।এই সরকা‌রের বিধায়ক কৃ‌ষ্ণেন্দ‌ু পালও একজন ব‌্যর্থ বিধায়ক। বছ‌রের পর বছর ধ‌রে বেহাল হ‌য়ে প‌ড়ে থাকা পাথারকা‌ন্দির জাতীয় সড়ক‌টিও উনার প‌ক্ষে মেরামত করা সম্ভবপর হ‌য়ে উ‌ঠে‌নি। সকড়‌টি মেরাম‌তের জন‌্য স্থানীয় সংবাদ কর্মীরাও মা‌ঠে নে‌মে প্রতিবাদ জানা‌লেও লজ্জা‌বোধ হয়‌নি বি‌জে‌পি সরকা‌রের।এমন অর্কমণ‌্য বিধায়‌কে তারা স্বেচ্ছায় পদ থে‌কে ইস্তফা দেবার দাবী জা‌নি‌য়ে‌ছেন।দূর্গা পূজার আ‌গে সড়ক‌টি সচল না হ‌লে পাথারকা‌ন্দি কংগ্রেস কর্মীরা ঘ‌রে ব‌সে না থে‌কে সড়‌কের জন‌্য বৃহত্তর গন আ‌ন্দোল‌নের প‌থে পা বাড়া‌তে প্রস্তুত ব‌লে তারা সাফ জা‌নি‌য়ে দি‌য়ে‌ছেন।এ‌দি‌নের সভায় অন‌্যান‌্যদের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন  পাথারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল বাছিত সহ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত দেব প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা লোয়াইরপোয়া ব্লক কংগ্রেস সভাপতি পরশুরাম কানু ও প্রদেশ কং‌গ্রেস সম্পাদক প্রতাপ সিনহা(‌পিলু) সহ অন‌্যান‌্যরা।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।